ঢাকা: উরুগুয়ের ডিফেন্ডার দিয়েগো গডিনের একমাত্র গোলে ইতালিকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো। অধিনায়কোচিত পারফরম্যান্সে খেলার ৮২ মিনিটে গাস্তন রামিরেজের কর্নার কিকে বুলেট গতিতে হেড করে বুফনকে পরাস্ত করেন গডিন।
ডি গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে কোস্টারিকা। আর বিতর্কিত ম্যাচে ইতালিকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরবর্তী পর্বে উঠে গেলো উরুগুয়ে।
উরুগুয়ে-ইতালি ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধানেত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্লাউদিয়ো মারচিশিও। মারচিশিওয়কে হারিয়ে ১০ জনের দল নিয়ে উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে ঘাম ঝরায় ইতালি। কিন্তু ৮২ মিনিটে গডিনের গোলে পরাজয় মেনে নিতে হয় আজ্জুরিদের।
এর আগে খেলার ৬৬ মিনিটে কাভানির শট ফিরিয়ে দিয়ে উরুগুয়েকে গোলবঞ্চিত করেন বুফোন। এরপর ৬৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইতালি। পিরলোর পাস থেকে ডিবক্সের ভেতরে বল পান ইমমোবাইল, কিন্তু গিমিনেজ দৌড়ে এসে স্লাইড ট্যাকল করে উরুগয়েকে রক্ষা করেন।
লাল কার্ডের খাড়ায় পড়ে একজন কম নিয়েও গোছালোভাবে উরুগুয়ের আক্রমণ প্রতিহত করতে থাকে ইতালি। অন্যদিকে ১০ জনের দল পেয়েও গোল দিতে না পারার ব্যর্থতায় হতাশ হতে হয় উরুগুয়েকে।
এর আগে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মারিও বালোতেল্লিকে বদলিয়ে মার্কো প্যারোলোকে মাঠে নামান ইতালির কোচ সিজার প্রানদেল্লি। অন্যদিকে জয়ের জন্য মরিয়া উরুগুয়ের কোচ অস্কার তাভারেজ লডেইরোর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান ম্যাক্সি পেরেইরাকে।
খেলার প্রথামার্ধে ৬০ শতাংশ বল পজেশন নিয়ে ইতালি এগিয়ে থাকলেও নিশ্চিত গোলের সুযোগ তৈরি করতে পারেনি আজ্জুরিরা। অন্যদিকে উরুগুয়ে স্ট্রাইকার সুয়ারেজকে সামলাতে বেগ পেতে হয়েছে তাদের।
রক্ষণভাগে ৫ জন খেলোয়াড় নিয়ে শুরু করা ইতালির গোলবার মুখে ৭ মিনিটেই ফ্রিকিক পেয়ে জোরালো শট করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ইতালি গোলরক্ষক বুফোন বলটিতে পাঞ্চ করে দলকে বিপদমুক্ত করেন।
খেলার ১১ মিনিটে বালোতেল্লিকে ফাউল করেন ক্যাকারাস, বিপদজনক স্থানে ফ্রিকিক পায় ইতালি। আন্দ্রেয়া পিরলোর জোরালো শট উরুগুয়ের গোলরক্ষক মুসলেরো ফিরিয়ে দেন।
রক্ষণাত্মক রণকৌশল নিয়ে মাঠে নামলেও খেলার প্রথম ২০ মিনিট পর্যন্ত বল দখলের লড়াইয়ে এগিয়ে ইতালি। তবে গোলবার মুখে উরুগুয়ের ৩টি শটের বিপরীতে ইতালির শট মাত্র ১টি।
খেলার ২২ মিনিটে অপ্রয়োজনীয়ভাবে পেরেইরাকে ফাউল করায় ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন ইতালির স্ট্রাইকার মারিও বালোতেল্লি।
২৭ মিনিটে মার্কো ভেরাত্তির পাস থেকে বল পেয়ে বালোতেল্লির ডান পায়ের শট অনেক বাইরে দিয়ে চলে যায়। এ সময় পর্যন্ত ইতালির খেলোয়াড়েরা ৫টি শট নিলেও মাত্র ১টি অনশট হয়েছে। অন্যদিকে উরুগুয়ের ৫টি শটের ৩টি অনশট হয়েছে।
৩৩ মিনিটে লডেইরোর ডিফেন্স ভেদ করা পাস থেকে থেকে ইতালি গোলরক্ষক বুফনের দক্ষতায় গোলবঞ্চিত হয় সুয়ারেজ।
৩৮ মিনিটে মার্টিন ক্যাকারাসে ৩৫ গজ দূর থেকে নেওয়া শট গোলবারের বামপাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, জুন ২৪, ২১০৪