ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেলজিয়ামের হাতে বিশ্বকাপ দেখছেন অঁরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
বেলজিয়ামের হাতে বিশ্বকাপ দেখছেন অঁরি ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস গড়ার সামর্থ্য রাখে বেলজিয়াম। বেলজিয়ানদের জাতীয় দলের সহকারী কোচ থিয়েরি অঁরির বিশ্বাসটা এমনই।

আগামী মাস থেকেই শুরু হচ্ছে ২০১৮ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব।

বর্তমান ফিফা র‌্যাংকিংয়ের দুই নম্বর দল বেলজিয়াম। আন্তর্জাতিক টুর্নামেন্টে যারা এখন অন্যতম ফেভারিট। যে টিমে খেলেন এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনের মতো ক্লাব ফুটবল তারকারা। কিন্তু ফ্রান্সে অনুষ্ঠিত উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় তারা।

ইউরো ব্যর্থতায় চলতি মাসের শুরুতে বেলজিয়ামের প্রধান কোচ পদে মার্ক উইলমটসের স্থলাভিষিক্ত হন রবার্তো মার্টিনেজ। গত সপ্তাহেই গ্রায়েম জোন্সের পর মার্টিনেজের দ্বিতীয় সহকারী হিসেবে চুক্তি সই করেন অঁরি। খুব শিগগিরই আন্তর্জাতিক কোচিংয়ে ডাগ-আউটে পা রাখবেন সাবেক আর্সেনাল ও বার্সেলোনা তারকা।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অঁরি বলেন, ‘এটা উত্তেজনাকর চ্যালেঞ্জ। কিন্তু আমাদের অন্যতম কাজ হচ্ছে, তারা যে গ্রেট টিমে পরিণত হতে পারবে তা নিশ্চিতে টিমের মানসিকতা নিয়ে কাজ করা। ’

‘আমি এখানে দ্বিতীয় সহকারী কোচ। রবার্তো প্রধান ব্যক্তি এবং দল যাতে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে সে লক্ষ্যে তাকে সাহায্য করবো। আমার মনে হয়, তারা ইতিহাস গড়তে পারবে। এটা শুধুই নিজেদের ওপর বিশ্বাসের ব্যাপার। ’-যোগ করেন ৩৯ বছর বয়সী অঁরি।

আগামী মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সাইপ্রাসের মাঠে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশন শুরু করবে বেলজিয়াম। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। তার আগে স্পেনের বিপক্ষে (বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর একই সময়ে) প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবেন হ্যাজার্ড-ডি ব্রুইনরা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।