ঢাকা: বিশ্বকাপ জয়ী বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে দলে টেনেই বড় ভুল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড! রেড ডেভিলসদের সাবেক ডিফেন্ডার গর্ডন ম্যাককুইন এমনটিই মনে করছেন। জার্মান মিডফিল্ডারকে বিক্রি করতে ক্লাবের কঠিন পরিস্থিতির জন্য সাবেক কোচ লুইস ফন গালকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন ম্যাককুইন।
গত বছরের জুলাইয়ে বায়ার্ন মিউনিখ থেকে ৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিন বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে পা রাখেন শোয়েনস্টাইগার। সাপ্তাহিক বেতন ১ লাখ ৪০ হাজার পাউন্ড। তার সঙ্গে চুক্তি সইয়ের আগে ম্যানইউ সঠিকভাবে হোমওয়ার্ক করেনি বলেই অভিমত স্কটিশ ম্যাককুইনের। তার মতে, এখন এর খেসারত দিচ্ছেন বর্তমান কোচ হোসে মরিনহো।
এদিকে, শোয়েনস্টাইগারের প্রতি কোনো ক্লাব আগ্রহ না দেখানোয় বিস্ময় প্রকাশ করেছেন মরিনহো। ‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’ এও নিশ্চিত করেছেন, অভিজ্ঞ এ মিডফিল্ডারের চেয়ে তিনি একাডেমির খেলোয়াড়দেরই বেশি প্রাধান্য দেবেন। উল্লেখ্য, গত মাসের শেষদিকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩২ বছর বয়সী শোয়েনস্টাইগার।
ম্যানইউর হয়ে সাত বছরের (১৯৭৮-৮৫) ক্যারিয়ারে ২০০টির অধিক ম্যাচ খেলেছিলেন ম্যাককুইন। তার চোখে, শোয়েনস্টাইগারের সঙ্গে ম্যানইউর চুক্তি ছিল সম্পূর্ণ অযৌক্তিক, ‘আমি মনে করি না ইউনাইটেড বিশ্বমানের খেলোয়াড় কিনেছে। যদি গত দুই মৌসুমে তার (শোয়েনস্টাইগার) পারফরম্যান্স দেখা হয় যা মোটেই ভালো নয়। আমি জানি সে জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জিতেছে। কিন্তু তার ক্লাব পারফরম্যান্স খুবই বাজে। ’
‘এটা লুইস ফন গালের ভুল সিদ্ধান্ত ছিল। তিনি বড় চুক্তি করিয়েছেন যা একটা দুর্যোগ। তার স্থলাভিষিক্ত হওয়া মরিনহোকে এখন তা সামলাতে হচ্ছে। বায়ার্ন কখনোই তাদের টপ প্লেয়ারদের ম্যানইউর মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবে বিক্রি করবে না। তারা শোয়েনস্টাইগারকে ছেড়েছে কারণ তার সেরা দিনগুলো পেছনে পড়ে গেছে এবং তারা সামনে এগিয়ে যেতে দৃষ্টি রাখছে। ’-যোগ করেন ৬৪ বছর বয়সী ম্যাককুইন।
ইউরোপে ম্যানইউ নিজের শেষ ক্লাব বলে আগেই নিশ্চিত করেন শোয়েনস্টাইগার। এর ব্যাখ্যাও দিয়েছেন ৬৪ বছর বয়সী ম্যাককুইন, ‘ইউরোপে ম্যানইউ তার শেষ ক্লাব এটা বলার কারণ, সে যে পরিমান পারিশ্রমিক পায় তা ইউরোপের অন্য কোথাও পাবে না। সে এখানে একটা কারণেই এসেছে এবং তা হলো মানি। বায়ার্নে যা পেত তার চেয়েও বেশি পাচ্ছে। শোয়েনস্টাইগার জীবন কঠিন করে তুলবে যা সে ইউনাইটেডের জন্য করছে। তার চুক্তির মেয়াদ জুড়ে এই ক্লাবকে তা বয়ে ভেড়াতে হবে। শোয়েনস্টাইগারকে ঘিরে এখন যাই হচ্ছে, জার্মানিতে তার জনপ্রিয়তার কমতি নেই, কিন্তু সেটি ম্যানচেস্টারের ক্ষেত্রে নয়। ’
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এমআরএম