ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দেপোর্তিভোর বিপক্ষেই ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
দেপোর্তিভোর বিপক্ষেই ফিরছেন মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি থেকে ফিরে লা লিগার ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে ফিরছেন লিওনেল মেসি। এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে চোট পান তিনি।

পরে ক্লাব ও জাতীয় দল আর্জেন্টিনার হয়ে বেশ কয়েকটি ম্যাচে তার মাঠে নামা হয়নি।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে দেপোর্তিভোকে আতিথিয়েতা জানাবে বার্সা। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর এ ম্যাচের মাধ্যমেই আবারও মাঠে নামছে লুইস এনরিক শিষ্যরা। সর্বশেষ ম্যাচটি তারা সেল্টিকের বিপক্ষে ৪-৩ গোলে হারে।

বার্সা অবশ্য এ ম্যাচে কিছুটা নির্ভার থেকেই নামতে পারে। কারণ সর্বশেষ ১২ দেখায় একবারও হারেনি কাতালানরা। আর দেপোর্তিভো ক্যাম্প ন্যু’তে শেষ ১০ খেলায় কখনো জিতেনি। তবে নিজেদের মাঠেই বার্সা শেষ ২ ম্যাচে জয়হীন।

এদিকে রাতের অপর ম্যাচগুলোতে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আর লিগ টেবিলের শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ আতিথ্য দেবে গ্রানাডাকে।

স্তাদিও বেনিতো ভিয়ামারিনে আতিথিয়েতা নিতে যাবে জিনেদিন জিদান শিষ্যরা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় অনুষ্ঠিত হবে। গ্যালাকটিকোরা যেকোনো প্রতিযোগিতায় শেষ চার ম্যাচে কোনো জয় পায়নি। অন্যদিকে বেটিস নিজেদের ঘরের মাঠে তিন লিগ ম্যাচে হারের মুখ দেখেনি।

রাত সাড়ে ১০টায় ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে গ্রানাডাকে আমন্ত্রণ জানাবে অ্যাতলেটিকো মাদ্রিদ। দিয়েগো সিমিওন শিষ্যরা নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয়ের বিপরীতে একটি ম্যাচে ড্র দেখেছে। অন্যদিকে গ্রানাডা সমান চার হারের বিপরীতে একটি ড্র করেছে।

লিগ টেবিলে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাতলেটিকো। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে রিয়াল। আর ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে বার্সা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে সেভিয়া।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।