ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কানাডিয়ান হাই কমিশনের পর এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব উতরে মূল পর্বে জায়গা করে নেয়ায় বাংলাদেশ অ-১৬ নারী দলকে সংবর্ধনা দিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে বাফুফে সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী সালাহউদ্দিন বলেন, ‘বাংলাশের ফুটবলের প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমন উদ্যোগ ভবিষ্যতে অ-১৬ দলের মেয়েদেরকে আরও ভালো ফলাফলে উৎসাহ যোগাবে। আশা করছি, এমন প্রেরণা থেকেই ২০১৭ সালে চূড়ান্ত পর্বের খেলায় তারা দেশকে আরও সাফল্য এনে দেবে। ’
বিশেষ অতিথির বক্তব্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ রউফ বলেন, ‘এই টুর্নামেন্টে দেশকে যে সাফল্য তোমরা এনে দিয়েছে তাতে আমরা গর্বিত। চূড়ান্ত পর্বেও তোমাদের সাফল্যের এমন ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি। ’
সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ অ-১৬ মেয়েদের হাতে চেক ও একটি করে বাইসাইকেল তুলে দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম