ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আট সপ্তাহ মাঠের বাইরে ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আট সপ্তাহ মাঠের বাইরে ইনিয়েস্তা ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার জন্য বড় ধরনের দুঃসংবাদ বয়ে আনলো আন্দ্রেস ইনিয়েস্তার ইনজুরি। হাঁটুর সমস্যার কারণে পরবর্তী আট সপ্তাহ দলের মিডফিল্ড ‘কাণ্ডারিকে’ পাচ্ছে না কাতালানরা।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ইনিয়েস্তার খেলার সম্ভাবনাও অনিশ্চয়তার মুখে পড়লো।

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে শনিবারের (২২ অক্টোবর) ম্যাচটিতে ১৪ মিনিটেই মাঠ ছাড়েন ইনিয়েস্তা। আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো পেরেজের মারাত্মক ট্যাকলে ডান হাঁটুতে আঘাত পান স্প্যানিশ আইকন। ইনজুরি প্রথমে যতটা ভয়াবহ মনে হয়েছিল ঠিক ততটা খারাপ না হলেও মৌসুমের পরবর্তী সর্বোচ্চ দুই মাস মাঠের বাইরে চলে গেলেন ২০১০ বিশ্বকাপ জয়ী!

ইনিয়েস্তার বদলি হিসেবে ইভান রাকিটিচকে মাঠে নামান কোচ লুইস এনরিক। লিওনেল মেসির জোড়া গোলে ৩-২ ব্যবধানের জয় পায় বার্সা। অন্যটি করেন লুইস সুয়ারেজ (৬২ মিনিট)। অন্তিম মুহূর্তের পেনাল্টি গোলে পয়েন্ট হাতছাড়া করে স্বাগতিকরা।

বিবৃতিতে জানানো হয়, ‘ডান হাঁটুতে আংশিক আঘাত পেয়েছেন ইনিয়েস্তা। তাকে অন্তত ছয় থেকে আট সপ্তাহ খেলার বাইরে থাকতে হবে। ’ ইনজুরির সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে আরো পরীক্ষা করানো হবে বলেও নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচ শেষে পেরেজকে হলুদ কার্ড না দেখানোয় হতাশা ব্যক্ত করেন এনরিক, ‘এটা স্পষ্ট ঘটনা ছিল যেখানে ইনিয়েস্তা ইনজুরি আক্রান্ত হয়েছে। এখানো কোনো হলুদ কার্ডই দেখানো হয়নি। এটি একটি গুরুতর ইনজুরি। ’

ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে ৪ ডিসেম্বরের এল ক্লাসিকোতে ইনিয়েস্তা খেলতে পারবেন কিনা তা নিয়ে থাকছে জোরালো সংশয়। যা ঠিক ছয় সপ্তাহ দূরে।

ইনিয়েস্তার ইনজুরি এনরিকের কপালে চিন্তার ভাঁজই ফেলছে! এরই মধ্যে দলের দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার জর্ডি আলবা ও জেরার্ডকে পিকের উপস্থিতি মিস করছেন তিনি। তিনদিন আগে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে (৪-০) উড়ন্ত জয়ের রাতে দু’জনই প্রথমার্ধে ইনজুরির কবলে পড়ে মাঠ ছেড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।