ঢাকা: ইউরোপিয়ান গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতলেন বায়ার্ন মিউনিখের পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেজ। সোমবার মন্টে কার্লোতে তরুণ এ তারকার হাতে তুলে দেওয়া হবে পুরস্কারটি।
গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিততে সানচেজ পেছনে ফেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড ও বায়ার্ন সতীর্থ কিংসলে কোম্যানকে। যেখানে গতবার এই পুরস্কারটি জিতেছিলেন ম্যানইউ’র ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তোনিও মার্শাল।
২০০৩ সাল থেকে ইতালিয়ান পত্রিকা ‘তুত্তোসোপার্ট’র আয়োজনে এই পুরস্কারটি দেওয়া হয়। ইউরোপের সর্বোচ্চ আসরের ফুটবল টুর্নামেন্টগুলোর ২১ বছরের নিচে ভালো খেলা ফুটবলারদের এমন সম্মান দেওয়া হয়। এর আগে লিওনেল মেসি, ওয়েইন রুনি, সেস ফেব্রেগাস, মারিও বালোতেল্লি ও পল পগবাদের মতো তারকারা পুরস্কারটি জিতেছিলেন।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৬
এমএমএস