ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গোপালগঞ্জে শুরু হচ্ছে প্রিমিয়াম ফুটবল লীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
গোপালগঞ্জে শুরু হচ্ছে প্রিমিয়াম ফুটবল লীগ

গোপালগঞ্জে শুরু হতে যাচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়াম ফুটবল লীগের দ্বিতীয় ধাপের খেলা।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে শুরু হতে যাচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়াম ফুটবল লীগের দ্বিতীয় ধাপের খেলা।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেল ৩টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করবেন।

উদ্বোধনী খেলায় উত্তরা বারিধারা ক্লাব বনাম টিম বিজিএমসি অংশ নিবে।

গোপালগঞ্জ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহে বাংলাদেশ প্রিমিয়াম ফুটবল লীগ খেলা অনুষ্ঠিত হবে।

খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, আরামবাগ ক্রীড়া চক্র, চিটাগাং আবহানী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, রহমতগঞ্জ এমএফএস, সরকার ক্লাব ফেনি, আবহানী লিমিটেড, মোহামেডান স্পোটিং ক্লাব, উত্তরা বারিধারা ক্লাব এবং টিম বিজিএমসি অংশ নেবে।

গোপালগঞ্জে বিপিএল-এর ভেন্যু করায় এখানকার দর্শকরা দেশের বড় বড় খেলোয়ারদের খেলা দেখতে পারবেন ভেবে উৎফুল্ল। ইতোমধ্যে মাঠসহ যাবতীয় প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থা।

বিপিএল-এর খেলা দেখার অপেক্ষায় রয়েছেন গোপালগঞ্জের হাজারো ফুটবলপ্রেমী।

বাংলাদেশ সময়:  ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।