ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফুটবল

শিরোপার সুবাস পাচ্ছে ঢাকা আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
শিরোপার সুবাস পাচ্ছে ঢাকা আবাহনী ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে জয় নিয়ে জেবি বিপিএলের শিরোপার পথটি সহজ করে ফেললো ঢাকা আবাহনী। নিজেদের ২০তম ম্যাচে শেখ জামালকে ৩-২ গোলে হারিয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শিরোপার একেবারে দ্বারপ্রান্তে আকাশী নীল জার্সিধারীরা।

ঢাকা: শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে জয় নিয়ে জেবি বিপিএলের শিরোপার পথটি সহজ করে ফেললো ঢাকা আবাহনী। নিজেদের ২০তম ম্যাচে শেখ জামালকে ৩-২ গোলে হারিয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শিরোপার একেবারে দ্বারপ্রান্তে আকাশী নীল জার্সিধারীরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলতে বাকি দুই ম্যাচ থেকে চার পয়েন্ট তুলে নিতে পারলেই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধের ৪৩ মিনিটে শেখ জামালের জালে বল জড়িয়ে ঢাকা আবাহনীকে ১-০ তে লিড এনে দেন জুয়েল রানা। ম্যাচের ৪৮ মিনিটে লিংকনের ক্রস থেকে ল্যান্ডিং আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে পরাস্ত করলে খেলায় ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল।

শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকা আবাহনী এই সমতা নিয়ে যেন ভীষণ অস্বস্তিতে ছিল। তবে ৮১ মিনিটে শেখ জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন আবাহনীর জালে বল ঠেলে ২-১ ব্যবধান বাড়ালে দলটির অস্বস্তির মাত্রা আরও বেড়ে যায়।

সৌভাগ্যই বলতে হবে আবাহনীর। কেননা খেলার শেষ পর্যন্ত দলটির এই অস্বস্তি বয়ে বেড়াতে হয়নি। ইনজুরি সময়ে নাবিব নেওয়াজ জীবন পর পর দু’বার শেখ জামাল সীমানায় আঘাত হেনে দলকে ৩-২ এর ব্যবধান এনে দিলে এবারের মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপার সুবাস নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।