এ মৌসুমে ডি মারিয়ার ফর্ম নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের পারফরম্যান্স দিয়েই দেখিয়েছেন এখনই পুরিয়ে যাননি। ম্যাচের ১৯ মিনিটে চোখ ধাঁধানো ফ্রি-কিকে সবাইকে মুগ্ধ করেন ২৮ বছর এ বয়সী উইঙ্গার।
নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান ডি মারিয়া। তার আগে ৬০ ও ৭৪ মিনিটে জোড়া গোল পূরণ করেন উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। নির্ধারিত সময় শেষে উড়ন্ত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ছন্দে ফেরা ডি মারিয়া। এর আগে গোলখরা, ফর্মহীনতা ও ফিটনেস নিয়ে সমালোচনার মুখেই পড়েছিলেন। এমনকি, সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ক্লাব ছাড়ারও গুঞ্জন উঠেছিল।
ফ্রেঞ্চ জায়ান্টদের জার্সিতে ২০১৬-১৭ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৮টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি নিজে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন পাঁচবার।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম