ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সার ৭৩ বছরের রেকর্ড ভাঙলো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
বার্সার ৭৩ বছরের রেকর্ড ভাঙলো রিয়াল বার্সার ৭৩ বছরের রেকর্ড ভাঙলো রিয়াল/ছবি: সংগৃহীত

বার্সেলোনার ৭৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। টানা ৪৫টি অফিসিয়াল ম্যাচে গোলস্কোরের কীর্তিতে নাম লিখিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। কিন্তু, রেকর্ডময় ম্যাচে ঘরের মাঠেই লাস পালমাসের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের লজ্জায় ডোবে গ্যালাকটিকোরা।

১৯৪২ থেকে ১৯৪৪ এ সময়ে টানা গোল করার রেকর্ড গড়েছিল বার্সা। দীর্ঘ সময় পর সেটিই এখন অতীত! গত সোমবারের (২৭ ফেব্রুয়ারি) ম্যাচে স্বাগতিক ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে কাতালানদের অর্জন স্পর্শ করে।

সান্তিয়াগো বার্নাব্যুতে লাস পালমাস ম্যাচ দিয়ে নতুন ইতিহাসের জন্ম দিল লস ব্লাঙ্কসরা।

সবশেষ গত বছরের ২৬ এপ্রিল গোলহীন অভিজ্ঞতার শিকার হয় রিয়াল। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আর গোলস্কোর থামায়নি স্প্যানিশ জায়ান্টরা।

গত মৌসুমের শেষ পাঁচ ম্যাচে গোল করে এ যাত্রা শুরু করেছিল রিয়াল। বাকি ৪০টি ম্যাচ চলতি ২০১৬-১৭ মৌসুমের। এ সময়ের মধ্যে তারা ৩১ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। ১১টি ড্র ও বাকি তিন ম্যাচ ড্রয়ে নিষ্পত্তি হয়।

শুধু তাই নয়, লা লিগায় নতুন ক্লাব রেকর্ডের জন্ম দিয়েছে রিয়াল। নিজেদের ক্লাব ইতিহাসে এ প্রথম টানা ৩৬টি লিগ ম্যাচে জালে বল পাঠিয়েছে তারা। ছাড়িয়ে যায় ১৯৫১/৫২ ও ১৯৫২/৫৩ মৌসুমে করা ৩৫ ম্যাচের অর্জন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।