ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জরিমানার কবলে আর্সেনাল-বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
জরিমানার কবলে আর্সেনাল-বায়ার্ন ছবি: সংগৃহীত

ইউরোপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জরিমানা করেছে জার্মান ফেভারিট বায়ার্ন মিউনিখকে। এছাড়া জরিমানা করা হয়েছে ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনালকেও। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি দেখায় বাকবিতণ্ডায় জড়ানোর অভিযোগে জরিমানা করা হয়েছে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে ৫-১ গোলের উড়ন্ত জয়ের পর ১০ জনের আর্সেনালকে তাদের হোম ভেন্যুতেই সমান ব্যবধানে হারের লজ্জায় ডুবিয়েছে বাভারিয়ানরা।

দুই লেগ মিলিয়ে ১০-২ অ্যাগ্রিগেটে কোয়ার্টারের টিকিট কাটে জার্মান জায়ান্টরা।

দ্বিতীয় লেগের ৫৪ মিনিটে বড় এক ধাক্কাই খেয়ে বসেছিল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। ডি-বক্সে রবার্ট লেভানডফস্কিকে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার লরেন্ত কোসিয়েলনি। ফলে, ১০ জনের দলে পরিণত হয় গানাররা।

এরপরই আর্সেনালের ফুটবলাররা মাঠে রেফারির সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। সঙ্গে বায়ার্নের ফুটবলাররা ম্যাচে একাধিকবার উত্তেজিত হয়ে ওঠে।

দুটি ভিন্ন ঘটনায় দুই দলকেই জরিমানা করা হয়। আর্সেনালকে ৫ হাজার ইউরো আর বায়ার্নকে ৩ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।