ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নকে হারিয়ে হফেনহেইমের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বায়ার্নকে হারিয়ে হফেনহেইমের ইতিহাস বায়ার্নকে হারিয়ে হফেনহেইমের ইতিহাস/ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখকে প্রথমবারের মতো হারিয়ে ইতিহাস গড়েছে হফেনহেইম। ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় তারা। এর মধ্য দিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বাভারিয়ানদের টানা ২০ ম্যাচে অপরাজেয় থাকার দৌড় থামলো।

বায়ার্নের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ভাগ্যটাও হফেনহেইমের পক্ষে ছিল! ১৮ বার গোলের প্রচেষ্টা করেও জালের দেখা পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা। রোবেন-রিবেরি-লেভানডফস্কিদের চোখেমুখে হাহাকারই ফুটে ওঠে।

ম্যাচের ২১ মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোল উপহার দেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড আন্দ্রেজ ক্রামারিক।

এ মৌসুমে হোম ম্যাচেও হফেনহেইমকে হারাতে পারেনি বায়ার্ন। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গত বছরের নভেম্বরে প্রথম দেখায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। এবার শক্তিশালী বায়ার্নকে হারিয়ে টানা সাত ম্যাচে অপরাজেয় হফেনহেইম।

পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানেই হফেনহেইম। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫১। হ্যাম্বারকে ৩-০ গোলে হারানো বুরুশিয়া ডর্টমুন্ড হফেনহেইমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে (৫০)। এক ম্যাচ হাতে রেখে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আরবি লেইপজিগ। মৌসুমের দ্বিতীয় হারের স্বাদ পেলেও ১৩ পয়েন্টের ব্যবধানে টানা পঞ্চম লিগ শিরোপার পথে ছুটছে বায়ার্ন (২৭ ম্যাচে ৬৫)।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।