ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ময়মনসিংহে অনুর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপের ফুটবল প্রশিক্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপের ফুটবল প্রশিক্ষণ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে নারী অনুর্ধ্ব ফুটবল দল গঠন ও অনুর্ধ্ব-১৪ চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ উপলক্ষে ৫ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প চলছে।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্থানীয় রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অবস্থিত ক্যাম্পে ২২ জন নারী ফুটবলার প্রশিক্ষণ নিয়েছেন।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ বাংলানিউজকে জানান, ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

আগামী ২১ আগস্ট অনুর্ধ্ব-১৪ চ্যাম্পিয়ানশিপের বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে শেরপুরে। সেখানে লড়াই করবে ময়মনসিংহ অনুর্ধ্ব-১৪ ফুটবল টিম।

এরআগে বুধবার (১৬ আগস্ট) বিকেলে স্থানীয় রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. খলিলুর রহমান এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।