এদিন ইতিহাদ স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় রুনির দল এভারটন। আর শৈশবের ক্লাবে আস্থার প্রতিদানও দেন রুনি।
ম্যাচের ৩৫তম মিনিটে তার দুর্দান্ত গোলেই এগিয়ে যায় সফরকারীরা। আর বিরতির ঠিক আগে দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এ মৌসুমেই পাঁচ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে সিটিতে আসা ডিফেন্ডার কাইল ওয়াকার। ফলে ১০ জনের দলে পরিণত হয় সিটি।
বিরতির পর ৮২ মিনিটে ইংলিশ মিডফিল্ডারে স্টারলিংয়ের নৈপুণ্যেই সমতায় ফেরে গতবার তৃতীয় হওয়া দল সিটি। ডান দিক থেকে দানিলোর ক্রস হেড করে ফিরিয়েছিলেন ম্যাসন। কিন্তু বল এসে পড়ে স্টার্লিয়ের পায়ে, জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি।
৮৮তম মিনিটে ফরাসি মিডফিল্ডার মর্গান দ্বিতীয় হলুদ কার্ড দেখলে এভারটনও ১০ জনের দলে পরিণত হয়।
সিটি শেষ দিকে একটানা আক্রমণ করে কয়েকটি সুযোগ তৈরি করলেও জয়সূচক গোলের দেখা পায়নি।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭
এমএমএস