কিন্তু, শেষ পর্যন্ত ফাইনালের টিকিট কাটা হলো না বাংলাদেশের। সেমিফাইনালে বাংলাদেশকে ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
মাত্র এক মাসের অনুশীলন করে সেমি ফাইনালের ম্যাচ হারলেও নিজের জাত চিনিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করা ফাহিম ম্যাচের ৭২ ও ৭৩ মিনিটে দুটি গোল করেন।
অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে কোচ মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা চ্যাম্পিয়নশিপ ধরে রাখার লক্ষ্য নিয়ে নেপালে যায়। গ্রুপ চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের দলটি। গোল ব্যবধানে এগিয়ে থাকা ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাহিম-মিরাজরা সেমিতে ওঠে। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয় বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় ভুটান। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কা ৬-০ গোলে হেরে যাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল শ্রীলঙ্কা। এদিকে, নেপাল ৬-০ গোলে মালদ্বীপের বিপক্ষে বড় জয় পেলেও ভারতের বিপক্ষে হেরেছিল ২-১ গোলে। সেমিতে মাঠে নামার আগে বাংলাদেশ ৭ গোলের বিপরীতে কোনো গোলই হজম করেনি।
২০১৫ সালে সিলেটে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল ফাইনালে। টাইব্রেকারে জিতে ট্রফি ঘরে রেখেছিল বাংলাদেশের কিশোররা। ২৭ আগস্ট ভারতের বিপক্ষে ফাইনালের মঞ্চে লড়বে নেপাল।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭
এমআরপি