ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

টানা পঞ্চম ম্যাচ জয়ের লক্ষ্যে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৮, সেপ্টেম্বর ১৯, ২০১৭
টানা পঞ্চম ম্যাচ জয়ের লক্ষ্যে নামছে বার্সা ছবি:সংগৃহীত

এক সপ্তাহের মধ্যে লা লিগার ম্যাচে দু’বার মাঠে নামতে হচ্ছে বার্সেলোনাকে। এবার তাদের প্রতিপক্ষ এইবার। আগের চার ম্যাচেই জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে আছে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। যদিও এ ম্যাচে ইতোমধ্যে ইনজুরির কারণে ছিটকে গেছেন স্ট্রাইকার ওসমান ডেম্বেলে।

মঙ্গলবার রাতে (২০ সেপ্টেম্বর) ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে এইবারকে আতিথিয়েতা জানাবে বার্সা। বাংলাদেশ সময় রাত আড়াইটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

চলতি মৌসুমে ছন্দে থাকা কাতালানরা শুরু করেছে দারুণ। প্রথম দুই ম্যাচে রিয়াল বেটিস ও আলাভাসেকে সমান ২-০ গোলে হারিয়েছে। তৃতীয় ম্যাচে ডার্বিতে এসপানিওলকে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৫-০ গোলে পরাজিত করেছে বার্সা।  

কিন্তু চতুর্থ ম্যাচে জয় পেতে বেশ কষ্ট করতে হয়েছিলো বার্সাকে। এ মৌসুমে আসা ব্রাজিলের পাওলিনহোর গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। তবে সেই ম্যাচে হ্যামিস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তরুণ ডেম্বেলে। আর এই ইনজুরিটি তাকে প্রায় চার মাসের জন্য বিশ্রামে পাঠিয়ে দিয়েছে।

এইবারের বিপক্ষে অবশ্য বার্সার শতভাগ জয়ের রেকর্ড রয়েছে। এখন পর্যন্ত লা লিগায় দু’দল ছয়বার মুখোমুখি হয়েছে। যেখানে সবকটিতে জয় তুলে নিয়েছে কাতালানরা। ফলে কিছুটা নির্ভার হয়েই খেলতে পারে দলটি।

বার্সেলোনা স্কোয়াড:

গোলরক্ষক: মার্ক টার স্টেগেন, সিলিয়েসেন।

রক্ষণভাগ: সেমেদো, পিকে, মাশ্চেরানো, আলবা, ডিগনে, ভিদাল, উমতিতি, ভারমায়েলেন।

মধ্যমভাগ: রাকিটিচ, বুসকেটস, ডেনিস সুয়ারেজ, আরদা, ইনিয়েস্তা, পাওলিনহো, রোবের্টো, গোমেজ।

আক্রমণভাগ: লুইস সুয়ারেজ, মেসি, দেউলোফেউ, আলকাসের।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।