ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নোয়াখালীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
নোয়াখালীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম কামাল, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ের চূড়ান্ত খেলায় ৯টি উপজেলার বালক ও বালিকাদের ১৮টি চ্যাম্পিয়ন দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় সোনাইমুড়ী উপজেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলার চৌরাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে।

পরে বালিকাদের উদ্বোধনী খেলায় সোনাইমুড়ী উপজেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে সদর উপজেলার চৌরাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।