গত বিশ্বকাপে ব্রাজিল আয়োজক ছিল। সেলেকাওদের চোখ ছিল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতার।
এবারো নেইমারের ওপর ভরসা রেখেছে ব্রাজিলের সমর্থকরা। কোচ তিতে জানেন, নেইমারের কাঁধে দায়িত্ব অনেক, ব্রাজিলের প্রত্যাশা আকাশছোঁয়া। তিন বছর আগের নেইমার আর এখনকার নেইমার আলাদা। এখন আরও অনেক বেশি পরিণত পিএসজির এই তারকা। প্রত্যাশা তার কাছে আরও বেড়ে গেছে ব্রাজিলিয়ানদের। তবে, সব দায়িত্ব একা নেইমারকে বহন করতে দিতে চান না তিতে।
‘ফিফা ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে তিতে জানান, ‘জাতীয় দলের সব দায়িত্ব নেইমারের একার নয়। তার ওপর আমরা সব দায়িত্ব তুলে দিতে পারি না। আমি সব খেলোয়াড়কে বলেছি, প্রত্যেককে তার নিজ নিজ জায়গার দায়িত্ব পালন করতে হবে। ’
তিতে আরও জানান, ‘যখন একটা খেলোয়াড় বিশ্বের সেরা তিনজনের একজন হবে, তখন তার কাঁধে সব দায়িত্ব চাপিয়ে দেওয়া খুব সহজ হয়। তবে আসল ব্যাপার হলো, আমার দলের প্রত্যেকেই তার নিজের জায়গা সামলানোর জন্য বদ্ধ পরিকর। ’
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৭
এমআরপি