ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

নেইমারের সবচেয়ে খারাপ মুহূর্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, ডিসেম্বর ২৭, ২০১৭
নেইমারের সবচেয়ে খারাপ মুহূর্ত ছবি:সংগৃহীত

২০১৪ ফুটবল বিশ্বকাপটা ব্রাজিল ঘরের মাঠে খেলে। যেখানে দেশটির প্রত্যাশা ছিল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতা। কিন্তু সেমিফাইনালে জার্মানির বিপক্ষে নিজেদের ইতিহাসে বাজে হারের তিক্ত স্বাদ পেয়ে বিদায় নিতে হয়। সেই সঙ্গে গুরুতর ইনজুরিতে পড়ে ক্যারিয়ারই শেষ হতে বসেছিল দলের সেরা তারকা নেইমারের।

সেলেকাওরা সেবার জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্ব মঞ্চ থেকে ছিটকে যায়।

শেষ চারের আগের ম্যাচে ব্রাজিল খেলেছিল কলম্বিয়ার বিপক্ষে।

কিন্তু ম্যাচের শেষ দিকে নেইমারকে বাজে ট্যাকেল করেন প্রতিপক্ষ ফুটবলার জুনিগা। নেইমারের পিঠে যেন ইচ্ছে করেই হাঁটু গেড়ে দিয়েছিলেন তিনি। চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে ‍যায় তার।

ক্যারিয়ারের বাজে সেই মুহূর্ত স্মরণ করে প্যারিস সেন্ট জার্মেইর এ তারকা বলেন, ‘সেই ইনজুরিটি ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময় এবং সেই সপ্তাহে আমি কেঁদেছিলাম। আমি দেখলাম আমার বাবা-মা কাঁদছে। পরিবার ও বন্ধুরা সবাই বিমর্ষ ছিল। ’

বার্সেলোনার সাবেক তারকা আরও বলেন, ‘এরপর আমি আমার পা ওপরে ওঠাতে পারছিলাম না, এমনকি নড়াচড়াও করতে পারিনি। সে সময় প্রচুর ব্যথা হয়েছিল। আমি কিছু অনুভব করতে পারছিলাম না, কান্না শুরু করি। ডাক্তাররা আমাকে স্টেডিয়ামের হাসপাতালে নিয়ে যান এবং তারা বলছিলেন, ভালো খবর হলো আপনি হাঁটতে পারছেন, একদিকে দুই সেন্টিমিটারের চেয়ে একটু বেশি। তবে আপনার ফুটবল ক্যারিয়ারটা হয়তো শেষ। ’

পরবর্তীতে ঘরের টেলিভিশনেই নেইমার নিজ দেশের বাজে হার দেখেন। তিনি যোগ করেন, ‘আমি যদি সেই ম্যাচটি খেলতে পারতাম, আর ৭-১ গোলে হারের পর ইনজুরিতে পড়তাম। ’

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।