এর আগে গত মাসে নিজেদের প্রথম ম্যাচে লুইস এনরিকের দলের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড।
দীর্ঘ ১৫ বছর পর ঘরের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে হার দেখলো স্পেন।
সোমবার সেভিয়ায় ১৬ মিনিটে রহিম স্টারলিংয়ের গোলে লিড পায় ১৯৬৬ বিশ্বকাপজয়ীরা। পরে ২৯ মিনিটে মার্কাস রাশফোর্ড ব্যবধান দ্বিগুণ করেন। আর বিরতির অনেক আগেই (৩৮ মিনিট) নিজের জোড়া গোল পূর্ণ করে ইংলিশদের ৩-০ ব্যবধানে এগিয়ে দেন স্ট্রাইকার স্টারলিং।
দ্বিতীয়ার্ধে ঘুর দাঁড়ায় স্বাগতিক স্পেন। ৫৮ মিনিটে পাকো আলকাসেরের গোলে ব্যবধান কমায় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর শেষ দিকে আক্রমণের ধার বাড়িয়ে আরও একটি গোল পেলেও হার এড়াতে পারেনি তারা। ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সপ্তম মিনিটে গোল করেন সার্জিও রামোস।
এ ম্যাচ হারলেও তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ-৪ এ শীর্ষে আছে স্পেন। একটি জয়ে ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আর দুই ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার ১ পয়েন্ট অর্জন করেছে।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৮
এমএমএস