বর্তমান বিশ্বে মেসি-রোনালদোর পরে আক্রমণভাগে যেসব ফুটবলারের নাম শোনা যায়, তাদের মধ্যে অন্যতম কেইন। খেলেন নিজ দেশের ক্লাব টটেনহ্যাম হটস্পারে।
জাতীয় দলের হয়ে খেলতে স্পেনে এসে বাজিমাত করেছে কেইনের নেতৃত্বে ইংল্যান্ড। দীর্ঘ ৩১ বছর পর স্পেনের বিপক্ষে তাদেরই মাটিতে জয় পেয়েছে থ্রি-লায়ন্সরা। ফলাফল ৩-২।
ম্যাচে শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় কেইনকে মার্কার এক সাংবাদিক জিজ্ঞেস করেন, লস ব্লাঙ্কসদের হয়ে সান্থিয়াগো বার্নাব্যুতে খেলার ইচ্ছে আছে কীনা? উত্তরে এক কথায় জবাব দেন কেইন, ‘দুঃখিত, আজ না’।
সর্বশেষ রাশিয়া বিশ্বকাপে নিজ দেশ ইংল্যান্ডকে সেমিফাইনালে নিয়ে যেতে দারুণ ভূমিকা রেখেছিলেন কেইন। আসরে সর্বোচ্চ ৬টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৮
এমএমএস