ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সৈয়দপুরে প্রিমিয়ার লীগে বসুন্ধরা কিংস’র টিকিট কাউন্টার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
সৈয়দপুরে প্রিমিয়ার লীগে বসুন্ধরা কিংস’র টিকিট কাউন্টার বাম থেকে খেলার টিকিট তুলে দেওয়া হচ্ছে ও টিকিট হাতে অনেকে। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে আগামী ২৩ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের আসর। এই ভেন্যুতে মোট ৭টি খেলা অনুষ্ঠিত হবে। দর্শকদের সুবিধার জন্য বাণিজ্যিক শহর সৈয়দপুরে বসুন্ধরা ফ্যানস ক্লাবের উদ্যোগে টিকিট কাউন্টার খোলা হয়েছে। 

রোববার দুপুরে (২০ জানুয়ারি) সৈয়দপুর প্লাজা প্রাঙ্গনে টিকিট কাউন্টারটি খোলা হয়। বসুন্ধরা কিংস এর টিকিট কাউন্টার থেকে সৈয়দপুর ক্রিকেট একাডেমির অধিনায়ক মো. হাসান রেজার হাতে বসুন্ধরা কিংস’র সাধারণ সম্পাদক মো. মিহাজুল ইসলাম মিনহাজ টিকিট তুলে দিয়ে এর উদ্বোধন করেন।

 

বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন, বিপিএলের আয়োজন ঘিরে সাতটি খেলার ফিকচার অনুযায়ী বসুন্ধরা কিংস ২৩ জানুয়ারির উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেডের। এরপর ৩০ জানুয়ারি নোফেল স্পোটিং ক্লাব, ১৪ ফেব্রুয়ারি রহমতগঞ্জ এমএফএস, ২৪ ফেব্রুয়ারি আরামবাগ ক্রীড়া সংঘ, ৫ মার্চ শেখ রাসেল কেসি লিমিটেড, ১১ এপ্রিল সাইফ স্পোটিং ক্লাব এবং ১৮ এপ্রিল চিটাগাং আবাহনী লিমিটেড খেলবে বসুন্ধরা কিংসের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।