ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদো-দিবালার গোলে জিতলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
রোনালদো-দিবালার গোলে জিতলো জুভেন্টাস জুন্টোসের জয়ে গোলের দেখা পেয়েছেন দিবালা-রোনালদো

ইতালিয়ান সিরি আ'র ম্যাচে জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল জুভেন্টাস। ফ্রসিনোনেকে ৩-০ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। 'তুরিনের বুড়ি'দের হয়ে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, পাউলো দিবালা ও বোনুচ্চি।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় জুভেন্টাস।  

৬ মিনিটের মাথায় জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাউলো দিবালার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

এরপর ৯ মিনিটে রোনালদোর শট ফিরিয়ে দেন ফ্রসিনোনের গোলরক্ষক। ১৭ মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে ব্যবধান বাড়ায় জুভেন্টাস। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা।
 
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে জুভেন্টাস। ৬৩ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ওল্ড লেডিরা। ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ফ্রসিনোনে। তবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। জুভেন্টাসও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এই জয়ে ২৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান মজবুত করেছে অ্যালেগ্রির শিষ্যরা।
 
বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আরএআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।