সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইতালিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘ফুটবলের ভালোর জন্য দয়া করে মেসির সঙ্গে জুভেন্টাস নাম্বার সেভেনের (রোনালদোর) তুলনা করবেন না। ’
বুধবার (১ মে) রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে বালোতেল্লির সাবেক ক্লাব লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি।
এর আগে শনিবার (২৭ এপ্রিল) রোনালদোও পেয়েছিলেন ৬০০তম গোলের দেখা। মেসির মাইলফলক অবশ্য একটি ক্লাবের হয়ে। আর পর্তুগিজ উইঙ্গার গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের জার্সিতে।
রোনালদো-মেসি দুজনকেই বিশ্বের সেরা মনে করেন বালোতেল্লি। তাই তাদের মধ্যে তুলনায় আপত্তি ২৮বছর বয়সী এই তারকার। বালোতেল্লি নিজেও ছিলেন সময়ের অন্যতম তারকাদের একজন। কিন্তু ক্ষ্যাপাটে স্বভাবের কারণে অনেকদিন স্পটলাইটের বাইরে তিনি।
বালোতেল্লি বর্তমানে খেলছেন ফরাসি ক্লাব মার্শেই'র হয়ে। তার আগে ইন্টার মিলান, এসি মিলান, ম্যানচেস্টার সিটি, লিভারপুলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। কিন্তু বারবার মাঠ ও মাঠের বাইরের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কোথাও বেশিদিন থিতু হতে পারেননি।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০২, ২০১৯
এমএইচএম