ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রোমাঞ্চকর ম্যাচে উত্তর কোরিয়ার দলকে হারালো আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৩, আগস্ট ২২, ২০১৯
রোমাঞ্চকর ম্যাচে উত্তর কোরিয়ার দলকে হারালো আবাহনী উত্তর কোরিয়ার দলকে হারিয়ে দিয়েছে আবাহনী-ছবি: বাংলানিউজ

এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফ সেমি-ফাইনালসের প্রথম লেগে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টিফাইভ স্পোর্টস ক্লাবকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড।

প্রতিপক্ষ উত্তর কোরিয়ার চ্যাম্পিয়ন এপ্রিল টোয়েন্টিফাইভ স্পোর্টস ক্লাব। দলটির চারজন সদস্য জাতীয় দলের অংশ।

তাছাড়া গ্রুপ সেরা হওয়ার পথে ১৭ গোল দিয়ে হজম করেছে মাত্র দুটি। এমন এক দলের বিপক্ষে জয় পাওয়া কঠিনই বটে, তাও আবার দুর্বল রক্ষণ নিয়ে।  

ম্যাচের আগে রক্ষণ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন আবাহনী লিমিটেডের কোচ মারিও লেমোস। দল ছেড়েছেন ডিফেন্ডার মাসিহ সাইঘানি, নিষেধাজ্ঞার কারণে পাওয়া সম্ভব হয়নি মিশরের ডিফেন্ডার আলা নাস ইসাকেও। মাঠে দুর্বল রক্ষণ ভুগিয়েছেও বেশ। কিন্তু শেষ হাসিটা হেসেছে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্সআপ হওয়া দলটিই।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠিত ম্যাচের ৩৩তম মিনিটেই নাবীব নেওয়াজ জীবনের ব্যাক-হিলের পর  দারুণ এক বুলেট শটে আবাহনীকে প্রথম গোল এনে দেন মিডফিল্ডার সোহেল রানা।  

তবে ২ মিনিট পরেই চো জোং হিয়োক’র নৈপুণ্যে সমতায় ফেরে এপ্রিল টোয়েন্টিফাইভ। ৩৭তম মিনিটে ওয়ালী ফয়সালের থ্রু পাস ধরে প্লেসিং শটে ব্যবধান ২-১ করেন আবাহনীর নাবীব নেওয়াজ জীবন।

দ্বিতীয়ার্ধেও দুই দল দারুণ আগ্রাসী ফুটবল উপহার দেয়। তবে প্রথম সুযোগ কাজে লাগায় সফরকারীরাই। ৫৪তম মিনিটে আবাহনীর দুর্বল রক্ষণ ভেদ করে বল জালে জড়িয়ে সমতা ফেরান উত্তর কোরিয়ার দলটির স্ট্রাইকার রিম চোল-মিন।  

তবে সমতায় ফিরতে দেরি করেনি আবাহনী। টুটুল হোসেন বাদশার লব ধরে ২ মিনিট পরেই প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে আবাহনীকে লিড পাইয়ে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা।  

৫ মিনিট পর ফের লক্ষ্যভেদ করেন চিজোবা। এবার তাকে বল বানিয়ে দেন হাইতিয়ান ফরোয়ার্ড কেরভেন্স বেলফোর্ট। তবে ৭৭তম মিনিটে ডিফেন্ডার সং-রক পাকের দুর্দান্ত এক গোলে ব্যবধান কমিয়ে আনে এপ্রিল টোয়েন্টিফাইভ। তবে শেষ রক্ষা হয়নি।

চলতি মাসের ২৮ তারিখে দ্বিতীয় লেগের ম্যাচটি মাঠে গড়াবে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল-সুং স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।