ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আবারও হারলো বায়ার্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
আবারও হারলো বায়ার্ন

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ আবারও হেরেছে। বুন্দেসলিগায় এবার হেরেছে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে। আতিথ্য নিয়ে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছে বায়ার্ন।

লিগে এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো বায়ার্ন। বায়ার লেভারকুজেনের বিপক্ষে শেষ লিগ ম্যাচে ২-১ গোলে হেরেছিল বায়ার্ন।

তবে গত মার্চে মনশেনগ্লাডবাখের বিপক্ষে শেষ দেখায় ৫-১ গোলের বড় জয় পেয়েছিল বায়ার্ন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে নেন ইভান পেরিসিচ। ৪৯তম মিনিটে এই ক্রোয়েশিয়ানের গোলেই লিড নেয় বায়ার্ন। ৬০ মিনিটের মাথায় সমতায় ফেরে মনশেনগ্লাডবাখ। দলের হয়ে গোলটি করেন রামি বেনসেবাইনি। যোগ করা অতিরিক্ত সময়ে নিজেদের ডি-বক্সে ফাউল করে বসেন জাভি মার্টিনেস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। পেনাল্টি থেকে আবারও বল জালে জড়ান রামি। ২-১ গোলের জয় নিয়ে মাঠছাড়ে মনশেনগ্লাডবাখ।

১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বায়ার্ন এখন ছয় নম্বরে। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মনশেনগ্লাডবাখ।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এমআরপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।