রোববার (২২ ডিসেম্বর) ম্যাচের শুরু থেকে ধুঁকতে থাকা স্তেফানো পিওলি’র দল প্রথম গোল হজম করে ১০ মিনিটে। আলেজান্দ্রো দারিও গোমেজের গোলে এগিয়ে যায় আটালান্টা।
কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের শিবির তছনছ হয়ে যায় স্বাগতিকদের হাতে। ৬১ মিনিটে মারিও পাসালিচের গোলের পর ৬৩ ও ৭২ মিনিটে জোড়া গোল করেন জোসিপ ইলিচিচ। ৮৪ মিনিটে মিলানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লুইস ফার্নান্দো মুরিয়েল ফ্রুটো।
এই জয়ে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সিরি’আ লিগের পঞ্চম স্থানে ওঠে এসেছে আটালান্টা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে এসি মিলান। ৪২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান।
রোজোনেরিরা পরের ম্যাচ খেলবে ০৬ জানুয়ারি, ঘরের মাঠ সান সিরোতে সাম্পদোরিয়ার বিপক্ষে।
বাংলোদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ইউবি