ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর জোড়া গোলে শীর্ষেই রইল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
রোনালদোর জোড়া গোলে শীর্ষেই রইল জুভেন্টাস রোনালদোর জোড়া গোলে শীর্ষেই রইল জুভেন্টাস

আগের ম্যাচে হোঁচট খায় ইন্টার মিলান। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পার্মাকে ২-১ ব্যবধানে হারায় জুভেন্টাস। ফলে ইতালিয়ান সিরি’আ পয়েন্ট টেবিলের শীর্ষেই নিজেদের জায়গা ধরে রাখল মাউরিসিও সারির দল।

রোববার ঘরের মাঠ তুরিনে পার্মাকে আতিথেয়তা জানায় জুভিরা। তবে ম্যাচের শুরু থেকে বেশ অগোছালো ফুটবল খেলে স্বাগতিকরা।

কিন্তু প্রথমার্ধের শেষে রোনালদোর গোলে লিড নেয় চ্যাম্পিয়নরা। বাতসুয়াই মাতুইদির পাস থেকে সিআর সেভেন কোনাকুনি শট করলে পার্মা এক খেলোয়াড়ের গায়ে লেগে গোল হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য সমতায় ফেরে পার্মা আন্দ্রেয়াস কর্নেলিয়াস গোলটি করেন। কিন্তু তিন মিনিট পরেই জুভেন্টাসকে জয়সূচক গোল এনে দেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। দিবালার অ্যাসিস্টে গোলটি করেন তিনি।

সিরি’আ লিগে ২০ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ইন্টার মিলান।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।