মেসি-ফ্রাব্রেগাস প্রায় সমবয়সী। দুই তারকারই ফুটবলে প্রবেশ বার্সার যুব দলের হয়ে।
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বার্সার জার্সিতে ফুটবল বিশ্ব শাসন করলেও ক্যারিয়ারের সায়াহ্নে এসে সাম্প্রতিক সময়ে ক্লাবের সঙ্গে মনোমালিন্য চলছে মেসির। এমনই গুঞ্জন চলছে ইউরোপের ফুটবল মহলে। অনেকে ভাবছেন, চলতি মৌসুম শেষে রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা ম্যানচেস্টার সিটি বা ইন্টার মিলানে যোগ দিতে পারেন। তবে সেসব গুঞ্জনে কান দিচ্ছেন না ফ্যাব্রেগাস। আর তা নিয়ে ইতোমধ্যে তিনি কথা বলেছেন কাতালান অধিনায়কের সঙ্গে।
কাদেনা কোপ নামের এক স্প্যানিশ গণমাধ্যমকে ফ্যাব্রেগাস বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি এবং তার পরিকল্পনা সে সব সময় বার্সেলোনাতেই তার ক্যারিয়ার শেষ করতে চায়। ক্লাবে অনেক কিছুই ঘটে। তবে আমি সম্পূর্ণ নিশ্চিত, সে বার্সাতেই তার ক্যারিয়ারের ইতি টানবে। ’
মেসি ক্যাম্প ন্যুয়ে আছেন ১৩ বছর বয়স থেকে। বার্সার যুব দলে এক সঙ্গে থাকলেও ফ্যাব্রেগাস ক্লাবের মূল জার্সিতে লা আলবিসেলেস্তে ফরোয়ার্ডের সঙ্গে খেলেছেন ২০১১-১৪ মৌসুমে। এর আগে টানা ৮ বছর আর্সেনালে কাটিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
ইউবি