ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

‘রোনালদো বিক্রির জন্য নয়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
‘রোনালদো বিক্রির জন্য নয়’

গত বছর বেশ ঘটা করে ঘরের ছেলে ঘরে ফিরেছিলেন। জুভেন্টাস থেকে ক্রিস্টিয়ানো রোনালদো এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

কিন্তু এক মৌসুম পরই পর্তুগিজ তারকার দলে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না ম্যান ইউনাইটেডের। এ কারণে নাকি দল ছাড়তে চান রোনালদো। যোগ দেননি দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতেও। লিভারপুলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ জানালেন, রোনালদোকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।

তিনি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো বিক্রির জন্য নয়। সে আমাদের পরিকল্পনায় আছে- দলের সঙ্গে নেই ব্যক্তিগত কারণে। আমরা রোনালদোকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি। ’

আগামীকাল থাইল্যান্ডের ব্যাংককে লিভারপুলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ম্যান ইউনাইটেড। এরপর মেলবোর্ন ভিক্টোরি ও ক্রিস্টাল প্যালেসহ বেশ কয়েকটি দলের বিপক্ষে ম্যাচ খেলবে ইউনাইটেড। এই ম্যাচগুলোতে রোনালদো দলে যোগ দেবেন কি না, ওই নিশ্চয়তা দিতে পারেননি টেন হাগ।

পর্তুগিজ তারকাকে নিয়ে ইউনাইটেড কোচ বলেছেন, ‘কীভাবে রোনালদোকে খুশি করব? আমি জানি না। আমি কেবল তার সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছি। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এমএইচবি/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।