দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেল মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। ১২ আগষ্ট থেকে মাঠে গড়ানোর কথা থাকলেও নেপাল ফুটবল ফেডারেশনের নতুন কমিটি নির্বাচনের কারণে সেটা পিছিয়ে ২৯ আগষ্ট হয়।
আগামী সেপ্টেম্বরের ৬ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত নতুনভাবে নির্ধারণ করা হয়েছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সূচি। সাতটি দেশ নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে নেপালের কাঠমান্ডুতে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় শেষ মুহূর্তে এসে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া বিষয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সংবাদমাধ্যমকে বলেন, ‘পূর্বনির্ধারিত সময়ে ভারতের ক্লাব এএফসির টুর্নামেন্টে ব্যস্ত থাকবে। সেই দলে জাতীয় দলের অনেক (৮-১০ জন) খেলোয়াড় আছে। যে কারণে তাদের জন্য সাফে অংশ নেওয়া কঠিন ছিল। ওরা দুই সপ্তাহ পেছানোর অনুরোধ করেছিল। তাই আমরা টুর্নামেন্ট একসপ্তাহ পিছিয়ে দিয়েছি। ’
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
আরইউ