সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে বাংলাদেশ অ-২০ ফুটবল দল। আগামী ২৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ‘সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর খেলা ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও আসরে অংশগ্রহণ করছে ভারত, মালদ্বীপ এবং নেপাল। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ অ-২০ জাতীয় ফুটবল দল গতকাল (২২ জুলাই) ভারতীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ভুবনেশ্বরে অবস্থিত হোটেল স্বস্তি প্রিমিয়ামে পৌছায়। দলের ম্যানেজার বিজন বড়ুয়া এক ভিডিও বার্তায় জানিয়েছেন, দলের সবাই সুস্থ আছেন।
দলের সহ অধিনায়ক মইনুল এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা সকলেই সুস্থভাবে ভারতে পৌঁছেছি। সকালে নাস্তার পর আমাদের জিম সেশন এবং রিকভারি সেশন ছিল। বিকেলে আমরা ট্রেনিং করবো। সামনের ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিব। শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা ভালো ফল দেশকে উপহার দিতে পারি। ’
আজ বাংলাদেশ দলের সকলের করোনা টেস্ট করা হবে। করোনা টেস্টে সকলে নেগেটিভ আসলে পরবর্তীতে খেলার অনুমতি পাবে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এআর