ব্রাজিলের নেইমার জুনিয়রের জাদুতে মুগ্ধ হননি, এমন লোকের সংখ্যা সামান্যই। বিশেষত বার্সেলোনায় থাকার সময়টাতে তিনি ছিলেন অবিশ্বাস্য।
এরপর আর আগের মতো ছন্দে নেই নেইমার। ইনজুরিতে ভুগে মৌসুমের বেশির ভাগ সময়ই বাইরে থাকতে হয়। পিএসজিতে যোগ দিয়ে নেইমার তার জাদু হারিয়েছেন বলে মনে করেন ব্রাজিলিয়ান তারকার সাবেক সতীর্থ থমাস মেউনিয়ার।
তিনি বলেছেন, ‘আমার এটা স্বীকার করতেই হবে, নেইমার যখন বার্সেলোনায় খেলতো তখন তার বড় ভক্ত ছিলাম। প্যারিসে এসে, আমার দৃষ্টিতে যেভাবেই হোক তার জাদুটা হারিয়ে ফেলেছে। ফিরে আসার ব্যাপারটা পুরোপুরি তার কাছে। যদি আমার বয়স ১০ হতো, তাহলে রুমে নেইমারের পোস্টার লাগাতাম। ’
২০২০ সালে পিএসজি ছেড়ে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেন বেলজিয়ান মেউনিয়ার। পিএসজিতে শেষদিকে বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি তার। দায়ী করেছেন ক্লাবটির সাবেক টেকনিক্যাল ডিরেক্টর লিওনার্দোকে।
তিনি বলেছেন, ‘প্যারিসে আমি লিওনার্দোর কারণে সাইড বেঞ্চে থাকতাম কারণ চুক্তি নবায়ন করতে চাইছিলাম না। সবকিছুই আমাকে ছাড়া হয়েছে-এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও-যদিও আমি সেখানে থাকার যোগ্য ছিলাম। ’
‘ব্যক্তিগতভাবে প্যারিস ছেড়ে আসাটা সহজ ছিল না। আমার স্ত্রী, বাচ্চারা, আমি- আমরা শহরটাকে ভালোবাসতাম। হাল ছেড়ে দেওয়া কঠিন ছিল। কিন্তু সময়ের সঙ্গে পরিবার হিসেবে আমরা মানিয়ে নিতে পেরেছি। ’
বাংলাদেশ সময় : ২৩৩২, জুলাই ২৬, ২০২২
এমএইচবি