অবশেষে ফুটবলে মেজর শিরোপার দেখা পেয়েছে ইংলিশরা। বছরের পর বছর অপেক্ষা করে শেষ পর্যন্ত সোনার হরিণ ধরা দিয়েছে।
রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মেয়েদের ইউরোর ফাইনালে জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডের মেয়েরা।
স্টেডিয়ামে রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন্য দর্শকের উপস্থিতিতে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে রোমাঞ্চ তৈরি করে ইংল্যান্ড-জার্মানি। ৫৬তম মিনিটে ইংলিশদের হয়ে বদলি নামেন এলা টুন। মাঠে নামার ছয় মিনিটের মাথায় দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন তিনি।
৭৯তম মিনিটে পাল্টা-আক্রমণে গোল করে জার্মানিকে সমতায় ফেরান মাগুল। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় সমতায় থেকেই। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ের ১১০তম মিনিটে অবশেষে জয়সূচক গোল করে বসেন ক্লোয়ি ম্যাগি কেলি। তার গোলেই ইতিহাস গড়ে ইংল্যান্ড। প্রথমবারের মতো ফুটবলে মেজর ট্রফির দেখা পায় দলটি।
বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, আগষ্ট ১, ২০২২
আরইউ