ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

মিটফোর্ড হাসপাতালে কোটি টাকার গরমিল, মামলা প্রক্রিয়াধীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, ডিসেম্বর ৩, ২০২২
মিটফোর্ড হাসপাতালে কোটি টাকার গরমিল, মামলা প্রক্রিয়াধীন

ঢাকা: পুরান ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ইউজার ফ্রির দেড় কোটি টাকার হিসাব দিতে পারছেন না ক্যাশিয়ার আব্দুস সাত্তার। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন প্রক্রিয়াধীন আছে, খুব শিগগিরই ডিজি অফিসের তত্ত্বাবধানে তদন্ত করবে তারা।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের ক্যাশিয়ার আব্দুস সাত্তারের হিসাব অনুযায়ী ইউজার ফ্রির দেড় কোটি টাকা গরমিল আছে। জিডি অফিসের সঙ্গে কথা বলে একটি তদন্ত কমিটি গঠন প্রক্রিয়াধীন আছে। তদন্ত কমিটির কাজ শেষে বলা যাবে আসলে টাকার পরিমাণ কত। তবে আব্দুস সাত্তারের হিসাব অনুযায়ী দেড় কোটি টাকা গরমিল আছে।

এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে একটি মামলাও প্রক্রিয়াধীন আছে।  

এদিকে হাসপাতালটির একটি সূত্র জানিয়েছে, কোটি টাকার হিসাব দিতে না পারায় নিজ অফিস কক্ষে আনসার পাহারায় আছেন ক্যাশিয়ার আব্দুস সাত্তার।

বাংরাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।