ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চিকিৎসকদের জন্য পৃথক পরিবহন ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
চিকিৎসকদের জন্য পৃথক পরিবহন ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম / ফাইল ফটো

রাজশাহী: চিকিৎসকদের জন্য পৃথক পরিবহন ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। গ্রামের মানুষ যাতে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা বাড়ির কাছে পায় সে জন্য নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার। চিকিৎসকরা যাতে উপজেলাগুলোতে যেতে পারে সে জন্য আলাদা পরিবহন ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএমএ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. তরিবুর রহমান শেখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামেক অধ্যক্ষ খন্দকার আবু রায়হান, রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজশাহী জেলার সভাপতি এসআর তফরদার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।