ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বিভিন্ন অনিয়মের কারণে চার চক্ষু হাসপাতালকে জরিমানা করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে সেন্ট্রাল স্পেশালাইজড আই হাসপাতাল অ্যান্ড রিসার্স ইনস্টিটিউট ও আই ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল দুটিকে এক লাখ পাঁচহাজার টাকা, রহিমা চক্ষু হাসপাতালকে ৫৫ হাজার টাকা ও যাত্রাবাড়ী চক্ষু হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সালাউদ্দিন চক্ষু হাসপাতাল নামে অপর একটি হাসপাতালের চার মালিকের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
তারা হলেন- মোহাম্মদ সালাউদ্দিন (২৯), মোহাম্মদ রিপন (৩৫), শিহাব উদ্দিন (৩৪) ও রাজিবুল ইসলাম (৩৬)।
শনিবার (১১ জুলাই) দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-২ এর উপ-পরিচালক ড. দিদারুল আলম এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানটি পরিচালিত হয়।
তিনি বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, মানসম্মত অপারেশন থিয়েটার না থাকা, বিশেষজ্ঞ ডাক্তারের অনুপস্থিতি, ডিপ্লোমা নার্স ও মেডিকেল বোর্ড না থাকায় বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অর্ডিনেন্স ১৯৮২ এর ১৩(২) ধারা ও ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক চক্ষু হাসপাতালগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এনএইচএফ/এসইউ