ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুষ্টিয়ায় ২২ জন হোম কোয়ারেন্টাইনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
কুষ্টিয়ায় ২২ জন হোম কোয়ারেন্টাইনে

কুষ্টিয়া: কুষ্টিয়ার ছয়টি উপজেলায় বিদেশ থেকে আসা ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। 

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম।  

তিনি বলেন, জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।

তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলার ৬টি উপজেলায় বিদেশ থেকে আসা ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন জেলা করোনা নিয়ন্ত্রণ সেলের দায়িত্বরত মেডিক্যাল অফিসাররা। এখন পর্যন্ত তারা সবাই সুস্থ রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।