পাশাপাশি আপদকালীন শেবাচিম হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বাংলানিউজকে জানান, হাসপাতালের চিকিৎসকদের জন্য এক হাজার পিপিইসহ প্রয়োজনীয় সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া শেবাচিম হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে।
এ সার্ভিসের আওতায় দু’টি মিনিবাস নির্ধারিত রুট ও সময় মতো চলাচল করবে। এ বাস দুটি শুধু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হবে। এর ফলে হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেনি তিনি।
এদিকে চিকিৎসকদের জন্য পিপিইসহ প্রয়োজনীয় সামগ্রী পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শেবাচিম হাসপাতালের আন্তঃ ও বহিবিভাগের চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এমএস/আরআইএস/