শুক্রবার (২৭ মার্চ) বাংলানিউজকে এ তথ্য জানান হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার।
তিনি জানান, হবিগঞ্জে প্রথমে বিদেশ ফেরতদের তালিকা করা হয়েছিল ১৮ ফেব্রুয়ারি থেকে।
হবিগঞ্জ জেলা প্রশাসন জানায়, হবিগঞ্জে করোনার চিকিৎসার জন্য ৯টি হাসপাতালের ১৫৫টি বেড প্রস্তুত রয়েছে এবং ৫৫ জন চিকিৎসক ও ৬২ জন নার্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম (পিপিই) মজুদ আছে ৭১০টি। বিতরণ করা হয়েছে ২৯০টি।
এদিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে এখন পর্যন্ত ৪ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে একটিও পজেটিভ হয়নি।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসআরএস