কিশোরগঞ্জ: কোভিড-১৯ সংক্রমণ এড়াতে সারা দেশে সতর্কতামূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত নতুন করে চার জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এনিয়ে জেলাটিতে মোট ১২৮ জন কোয়ারেন্টিনের আওতায় রয়েছেন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন তিনজন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এতথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
তিনি বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় করোনার কোনো লক্ষণ দেখা না থাকায় ৪২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ নিয়ে জেলায় মোট ১ হাজার ১০০ জন পেলেন ছাড়পত্র। ছাড়পত্র পাওয়া সবাই সুস্থ রয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।