ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে আরও ২০৫ জন হোম কোয়ারেন্টিনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
সিলেটে আরও ২০৫ জন হোম কোয়ারেন্টিনে ছবি: প্রতীকী

সিলেট: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট বিভাগে নতুন করে ২০৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ২১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে সিলেটে ৭, সুনামগঞ্জে ১১৭, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৫৬ জন। এছাড়া সিলেটে ৯, সুনামগঞ্জে ৪৭, হবিগঞ্জে ৬৮ ও মৌলভীবাজারে ৯৪ জন হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন।

তিনি বলেন, ‘১০ মার্চ থেকে এখন পর্যন্ত কোয়ারেন্টিনে ছিলেন মোট ৮ হাজার ৮২২ জন। এর মধ্যে ৫ হাজার ৮৩৩ জন ছাড়পত্র পেয়েছেন। এখনো হোম কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৯৮৯ জন। এর মধ্যে সিলেটে ১, সুনামগঞ্জে ১ হাজার ৬৫২, হবিগঞ্জে ৯৫২ এবং মৌলভীবাজারে ৩৮৪ জন। ’

এছাড়া এখনো হাসপাতাল কোয়ারেন্টিনে আছেন ২৮ জন। এর মধ্যে সিলেটে ৪, সুনামগঞ্জে ১১, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে একজন। আর আইসোলেশনে আছেন ৫১ জন। এর মধ্যে সিলেটে ১১, সুনামগঞ্জে ১৪ ও হবিগঞ্জে ২৬ জন। এছাড়া দুই চিকিৎসকসহ নতুন করে আরো ১৩ জন শনাক্ত হওয়ায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বিভাগজুড়ে ১০০ জনে পৌঁছেছে। এর মধ্যে সিলেটে ১৬, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ৪৮ এবং মৌলভীবাজারে ১১ জন। এর মধ্যে মারা গেছেন ৩ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।