বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য বুলেটিনে নাসিমা সুলতানা বলেন, আমাদের হাতে বর্তমানে এক লাখের বেশি কিট আছে।
কিট প্রসঙ্গে নাসিমা সুলতানা আরও বলেন, আপনারা জানেন, সব দেশেই পিসিআর কিটের সংকট আছে। কাজেই কেউই অনেক বেশি কিট দিতে চায় না। আমরা আমাদের সাধ্য মতো এসব কিট ক্রয়ের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছি। আমরা আমাদের চাহিদা দিয়ে রেখেছি। যারা আমাদের এগুলো সরবরাহ করেন, তারা কাজ করছেন।
নমুনা সংগ্রহে ব্যবহৃত কিট ও নমুনা পরীক্ষার কিট আলাদা। নমুনা সংগ্রহের কিট স্থানীয়ভাবেই সংগ্রহ করা হচ্ছে বলে জানান নাসিমা সুলতানা।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় সরকারি হিসেবে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৬৪ জনের। সম মিলিয়ে মোট শনাক্ত ৭ হাজার ৬৬৭ জন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এসএইচএস/এইচজে