বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ ও সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
মোহা. শেখ শহীদ উল্লাহ বলেন, সারা দেশে এ পর্যন্ত ৩৯২ জন চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ২৯৮ জন।
সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান বলেন, দেশে মোট ৩১১ জন নার্স করোনায় আক্রান্ত। এদের মধ্যে পাঁচজন সন্তানসম্ভবাও রয়েছেন। সুস্থ হয়েছেন ১৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। এছাড়া কোয়ারেন্টিনে আছেন ৪৫০ জন।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত ৩৯২ জন চিকিৎসক, ৩১১ জন নার্স ও ২৯৮ জন অন্য স্বাস্থ্যকর্মীসহ মোট ১ হাজার ১ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
আইইডিসিআরের সবশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা হয়েছে ১৬৮ জন। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৭ জন। সুস্থ হয়েছেন ১০ জন। মোট সুস্থ হয়েছেন ১৬০ জন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
পিএস/এএ