হালকা উপসর্গ দেখা দেওয়ায় যাদেরকে সঙ্গ নিরোধ অবস্থায় বাড়িতে বা প্রাতিষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, এই উপসর্গগুলো মূলত তাদের জন্য সতর্ক সংকেত। তবে এ তালিকা থেকে অন্যরা জেনে নিজেদের জন্য সতর্ক পদক্ষেপ গ্রহণ করতে পারে।
সংক্রমণের বিষয়ে পরিষ্কার ধারণা থাকলে মানুষকে অযথা আতঙ্ক থেকে রক্ষা করবে। তাছাড়া অনেকেই আছেন যারা সংক্রমিত হয়েছেন কিনা বুঝতে পারছেন না, তারা চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যাপারে উৎসাহিত হবেন।
উপসর্গের যে তালিকা দেওয়া হয়েছে তা মূলত এরকম- ১. ঠোঁট বেগুনি রঙের হয়ে যাওয়া, ২. দ্রুত শ্বাস নেওয়া, ৩. হঠাৎ দম বন্ধ হয়ে আসার অনুভূতি, ৪. অল্প একটু হাঁটাচলা করাতেই শ্বাস নিতে কষ্ট হওয়া, ৫. বুকে ব্যথা, ৬. শুয়ে থাকতে না পারা, উঠে না বসলে শ্বাস নিতে না পারা, ৭. শ্বাস নিতে কষ্ট হওয়া, ৮. হঠাৎ শব্দ করে শ্বাস নিতে শুরু করা, ৯. অনিয়মিত নাড়ির স্পন্দন। এছাড়া মনো-নির্ভর ৪টি উপসর্গ হচ্ছে: ১. মলিন চেহারা, ২. অদ্ভুত আচরণ করা, ৩. অন্যমনস্কভাবে প্রশ্নের উত্তর দেওয়া, ৪. বিভ্রান্ত হয়ে যাওয়া, উত্তর দেওয়ায় অপারগতা।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
নিউজ ডেস্ক