স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বাংলানিউজকে বলেন, এর আগে করোনা আক্রান্ত পজিটিভ রোগীর সংখ্যা ছিল সিলেট বিভাগে ১১০ জন।
ডা. আনিসুর রহমান বলেন, সিলেট ওসমানী মেডিক্যাল পিসিআর ল্যাব থেকে সহস্রাধিক নমুনা পরীক্ষার জন্য ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার আরও ৬৬ জনের পজিটিভ আসে। তবে কোন জেলার কতোজন তা এখনো নিশ্চিত হতে পারেননি। ঢাকায় পাঠানো নমুনাগুলোর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবের ৬৩৭টি নমুনা ছিল। বাকিগুলো বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে সরাসরি ঢাকায় পাঠানো হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মে ০১, ২০২০
এনইউ/আরবি/