ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেট বিভাগে করোনা পজিটিভ শনাক্ত আরো ৯ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মে ৪, ২০২০
সিলেট বিভাগে করোনা পজিটিভ শনাক্ত আরো ৯ জন

সিলেট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরো ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেটে ৬ জন, সুনামগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারে  ১ জন।

রোববার (০৩ মে) রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরিক্ষার পর ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমানের দেওয়া তথ্যমতে, বিভাগের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন মোট ১৬১ জন।

এর মধ্যে হবিগঞ্জে ৭৪ জন, সুনামগঞ্জে ৩৫ জন, সিলেটে ৩৩ ও মৌলভীবাজারে ১৯ জন।

এর আগে শুক্রবার (১ মে) একদিনে সিলেট বিভাগের ১১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষা ৯৯ জনের এবং সিলেটের পিসিআর ল্যাবে ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর শনিবার (২ মে) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে আরো ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।  

সবমিলিয়ে গত ৭ এপ্রিল থেকে সিলেট বিভাগে ২২৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আর রোববার (৩ মে) আরো ৯ জনসহ ২৩৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এই হিসাবের মধ্যে ডা. মঈন উদ্দিনসহ আক্রান্ত ৩ জন মারা গেছেন।  

এ বিষয়ে ডা. আনিসুর রহমান আরো বলেন, পজিটিভ রোগির সংখ্যা বাড়বে। তবে আমাদের ঢাকার পিসিআর ল্যাব থেকে মৌখিকভাবে জানায়, বাকিগুলোর হিসাব কাগজে কলমে অন্তর্ভূক্ত করিনি। অবশ্য সকালে মেইলে পেয়ে যাবার সম্ভাবনা আছে।

এদিকে, সিলেটে করোনায় আক্রান্ত রোগির  চিকিৎসা কেন্দ্র শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বাংলানিউজকে বলেন, হাসপাতালের ৩২ জন রোগি ভর্তি আছেন। এর মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ। বাকি ১৭ জন সাসপেক্টেড।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ০৪, ২০২০
এনইউ/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।