ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নতুন কভিড হাসপাতালের বার্ণ ইউনিটে ২ দিনে ৯ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, মে ৪, ২০২০
নতুন কভিড হাসপাতালের বার্ণ ইউনিটে ২ দিনে ৯ জনের মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিক্যাল হাসপাতালের বার্ণ ইউনিটে কভিড-১৯ ও করোনা সাসপেক্টেড রোগীদের ভর্তি কার্যক্রম শুরুর দুই দিনের মাথায় ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে করানোর পজেটিভও ছিল।

রোববার (৩ মে) রাতে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বার্ণইউনিটে কভিড-১৯ সহ সাসপেক্টেড রোগীদের ভর্তি কর্যক্রম শুরু হয় শনিবার (২ মে) থেকে।

 দুই দিনে আনুমানিক ৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।  এদের মধ্যে থেকে  আনুমানিক ২২ জন করানো পজিটিভ। তাদেরকে বার্ণ ইউনিটের পাঁচতলা ও ছয় তলায় রাখা হয়েছে।   এছাড়া বাকিরা সাসপেক্ট।

পরিচালক নাসির উদ্দিন আরো বলেন, এই দুই দিনে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ রোগীও আছে। বাকিরা সাপোর্টেড। সব মৃতদেহ প্রটোকল মেনেই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের নতুন কভিড হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াদ জানান, শনিবার ভর্তি শুরু থেকে রোববার পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন কভিড রোগে আক্রান্ত ছিল।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ০৪, ২০২০
এজেডএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।