মঙ্গলবার (৫ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।
তিনি জানান, শেষ ২৪ ঘণ্টায় রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে করোনার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়।
শনাক্তদের মধ্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ২ নার্স, রংপুর জেলখানার এক স্টাফ, পুলিশ লাইন্সের দুই পুলিশ সদস্য, রংপুর নগরীর জুম্মাপাড়ার এক পুরুষ (৪২) ও রংপুর সিটি করপোরেশন এলাকার এক পুরুষ (৪৭) রয়েছে।
রংপুর জেলায় করোনা শনাক্ত ৮৩ জনের মধ্যে এখন পর্যন্ত সেরে উঠেছেন ৬ জন। বাকিদের বেশিরভাগই পরামর্শ অনুসারে বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। এর বাইরে ১৭ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমআইবি/এইচজে